বৃহস্পতিবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন রংপুরের সাধারণ মানুষের সঙ্গে।
এসময় প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, তার সরকার জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করছে।
বিএনপি-জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, তারা শুধু ধ্বংস করতে জানে। আওয়ামী লীগ এলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। রংপুরের এক নারীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রংপুর ও দিনাজপুর বিশ্ববিদ্যালয় করে দেয়া হয়েছে। রংপুরে আরও একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে সরকার। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে সবার প্রতি আহ্বান জানান।
ওই নারী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী হিসেবে আবারো আপনাকে ক্ষমতায় দেখতে চায় দেশবাসী। ভিডিও কনফারেন্সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পর মেলা প্রাঙ্গণে পায়রা উড়িয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পরে তিনি বঙ্গবন্ধু কর্নার ও সেনাবাহিনীর স্টল ঘুরে দেখেন।
ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে এবারের মেলায় ১০৮টি প্রতিষ্ঠানের ৩৩০টি স্টল রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
টিএম/এসএইচ