বৃহস্পতিবার (৪ অক্টোবর) থেকে শনিবার (৬ অক্টোবর) পর্যন্ত পাওয়া যাবে এ বিশেষ সেবা।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তা আজিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, উন্নয়ন মেলায় বিশেষ সেবা দিচ্ছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর।
জানা গেছে, উন্নয়ন মেলা উপলক্ষে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের স্টলে বিশেষ সেবা গ্রহীতারা ডাচ-বাংলা ব্যাংকের বুথে টাকা জমা দিতে পারবেন। ফরম সম্পন্ন করে টাকা জমা দিতে হবে। তাহলে ৬ ঘণ্টায় পাওয়া যাবে পাসপোর্ট।
এদিকে মেলা উপলক্ষে সেবা নিতে স্টলে ভীড় করছেন সেবা নিতে আসা লোকজন। লিজা নামের এক তরুণী বাংলানিউজকে বলেন, সরকারের এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। সরকারি দফতরে সেবা নেয়ার ধারণা পাল্টে গেছে। আসলে এ কৃতিত্ব একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ- এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮।
ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে এবারের মেলায় ১০৮টি প্রতিষ্ঠান ৩৩০টি স্টল দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
টিএম/এসএইচ