ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

৯ মাসে খুলনা বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
৯ মাসে খুলনা বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭২ সংবাদ সম্মেলন, ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা বিভাগের ১০ জেলায় গত নয় মাসে সড়ক দুর্ঘটনায় ২৭২জন নিহত ও ১৭৪ জন আহত হয়েছেন। বিগত ছয় মাসের তুলনায় গত তিনমাসে এ বিভাগে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হারও বেড়েছে।

বৃহস্পতিবার (০৪ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর খুলনা জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট সাইফুল ইসলাম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ৬৯ জন, এপ্রিল থেকে জুন পর্যন্ত ৯২জন এবং জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১১১জন নিহত হয়েছেন।

এর মধ্যে গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ১০ জেলার মধ্যে খুলনায় ২৩ জন নিহত ও ৩৭ জন আহত, বাগেরহাটে ১২ জন নিহত ও ২৫ জন আহত, সাতক্ষীরায় ১৪ জন নিহত ও ৩০ জন আহত, যশোরে ২৩ জন নিহত ও ৪৪ জন আহত, ঝিনাইদহে ১১ জন নিহত ও ২০ জন আহত, মাগুরায় পাঁচজন নিহত ও ১১ জন আহত, নড়াইলে তিনজন নিহত ও তিনজন আহত, কুষ্টিয়ায় ১৭জন নিহত ও চারজন আহত, চুয়াডাঙ্গায় দু্ইজন নিহত এবং মেহেরপুরে একজন নিহত হয়েছেন।

আরও বলা হয়, সড়ক দুর্ঘটনার জন্য দায়ী অদক্ষ চালক, বিশেষ করে বাস-ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, ব্যাটারিচালিত ইজিবাইক, ভটভটি, নাসমন-করিমনের চালকরা। এছাড়া ত্রুটিপূর্ণ যানবাহন, মালিকের অব্যস্থাপনা ও মনিটরিংয়ের অভাব, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, জনগণের অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, রাস্তা নির্মাণে ত্রুটি, রাজনৈতিক সচ্ছিার অভাব এবং আইন ও তার যথাযথ প্রয়োগ না হওয়ায় সড়ক দুর্ঘটনা ঘটছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা বিভাগের উপ-পরিচালক মো. জিয়াউর রহমান, খুলনা জেলা নিসচার সভাপতি মো. হাছিবুর রহমান হাছিব, সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।