খুলনা: খুলনার রূপসা উপজেলায় কোস্টগার্ডের গাড়ির ধাক্কায় আরমান হোসেন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ অক্টোবর) দুপুরে খানজাহান আলী (রহ.) সেতুর (রূপসা সেতু) নিচে এ দুর্ঘটনা ঘটে।
কিশোর আরমান রূপসার শাহজাহানের ছেলে।
সে নৈহাটি মাধ্যমিক স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল। দুর্ঘটনার সময় সে ব্রিজের নিচে সাইকেল চালাচ্ছিল।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ব্রিজের নিচে কোস্টগার্ডের গাড়ির ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এমআরএম/টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।