ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রী হত্যার দায়ে ছাত্রলীগ নেতার আত্মসমর্পণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
স্ত্রী হত্যার দায়ে ছাত্রলীগ নেতার আত্মসমর্পণ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারায় স্ত্রী পিংকি রায় চৌধুরী (২৫) হত্যায় অভিযুক্ত স্বামী সাগর চৌধুরী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। 

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে গুইমারা থানায় আত্মসমর্পণ করেন সাগর। তিনি গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি।


 
জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে স্ত্রী পিংকিকে পেটান সাগর। পরে তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক জানান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই পিংকির মৃত্যু হয়েছে।
 
এ ঘটনায় বাদী হয়ে নিহত পিংকির মা মঞ্জু রানী রায় গুইমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাতে সাগরকে আসামি করা হয়।  
 
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে থানায় এসে আত্মসমর্পণ করেন সাগর। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এডি/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।