ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ২ বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ২ বোনের মৃত্যু শিমরাইলকান্দি এলাকা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী কর্ণফুলী ট্রেনের নিচে কাটা পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে শহরের শিমরাইলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দুই বোন শিরিনা (১৪) ও পুষ্প (১০) জেলার বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে।

নিহতের বোন ফেরদোসা বেগম বাংলানিউজকে বলেন, বিকেলে কাউতলী এলাকা থেকে দুই বোন শিমরাইলকান্দি এলাকায় আমার বাসায় আসার জন্য রেললাইনের ওপর দিয়ে হেঁটে আসছিলো। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশনে প্রবেশ করার সময় তারা ট্রেনের নিচে কাটা পড়ে। এতে তারা ঘটনাস্থলেই মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ছানাউল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮ আপডেট: ১৮০৬ ঘণ্টা
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।