বৃহস্পতিবার (০৪ অক্টোবর) দুপুরে কচাকাটা থানার কেদার বিওপি’র টহলদল নায়েক সুবেদার আবু সাঈদের নেতৃত্বে অভিযানে ধানবীজ উদ্ধার করা হয়।
জানা যায়, পশ্চিম খামার সীমান্তে ৪টি ব্যাটারিচালিত অটোরিকশায় ধানবীজ ভারতে পাচার করছিলো পাচারকারীরা।
পরে ঘটনাস্থল থেকে তিন হাজার ৫শ’ কেজি ধানবীজ ও ৪টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে বিজিবি। এর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এফইএস/এএইচ