বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে মামলার বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, বিজয়ী প্রার্থী মো. আক্কাস আলী বাদী হয়ে বুধবার (৩ অক্টোবর) রাতে মামলাটি দায়ের করেন।
তিনি আরও জানান, ঘটনার পর আটক মো. সেলিম ও সাজু মিয়াকে ঘটনার সঙ্গে জরিত থাকার অপরাধে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কড়া নিরাপত্তায় বুধবার (৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পিকেবি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে উপ-নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা পর ৩০৮ ভোট পেয়ে জয়লাভ করেন মো. আক্কাস আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মঞ্জুর হোসেন পান ২৯৫ ও মো. সাইদুল ইসলাম শাহিন পান ২৮৫ ভোট। সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা মো. লিয়াকত হোসাইন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয়ী আক্কাস আলীর পরিবারের লোকজন বাড়িতে ফেরে। এ সময় পরাজিত দুই প্রার্থীর সমর্থকরা আক্কাসের বাড়িতে হামলা করে তার পরিবারের ছয় সদস্যকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সেলিম ও সাজু নামে দুই ব্যক্তিকে আটক করে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এসআরএস