ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় ৩১৮ বাড়িতে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
তেঁতুলিয়ায় ৩১৮ বাড়িতে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিন গ্রামের ৩১৮টি বাড়িতে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। গ্রামগুলো হলো- ময়নাগুড়ী, বাংলাচন্ডী ও বেঙ্গুটারি।

শুক্রবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ময়নাগুড়ী ঈদগাহ ময়দানে সমাবেশের মাধ্যমে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাফেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, তেঁতুলিয়া উপজেলা জাসদের সভাপতি শামস কিবরিয়া প্রধান, পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।