ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সখীপুরে গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
সখীপুরে গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে নাজমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রতিমাবংকী করটিয়াপাড়া এলাকার নিজ বাড়ির বাথরুমের ভেতরে মুখ বাধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহত নাজমা খাতুন ওই ওয়ার্ডের মৃত নসর আলীর স্ত্রী।

মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

সখীপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান বাংলানিউজকে জানান, দুই সন্তানের জননী নাজমা খাতুন বাড়িতে একাই থাকতেন। তার বড় ছেলে নাজমুল হোসেন একটি চ্যানেলের এমডির গাড়িচালক ও ছোট ছেলে আজিজুল ঢাকাতেই দর্জির কাজ করেন। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর ছেলেদের সঙ্গে মোবাইল ফোনে মায়ের কথা হয়।  

শুক্রবার সন্ধ্যায় ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা বাথরুমের ভেতরে নাজমার অর্ধগলিত মরদেহ পড়ে থাকা দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।