ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা কোটা রাখার দাবিতে মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
মুক্তিযোদ্ধা কোটা রাখার দাবিতে মহাসড়ক অবরোধ পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ

পঞ্চগড়: মুক্তিযোদ্ধা কোটা রাখার দাবিতে পঞ্চগড়ে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তানরা। এসময় মহাসড়কের দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।

শুক্রবার (৫ অক্টোবর) বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন।  

এসময় তারা সম্প্রতি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা প্রথা তুলে দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে তা পরিবর্তন করে সরকারি চাকরির সব ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা রাখার দাবি জানান তারা।  

অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা আশিকুজ্জামান সৌরভ, ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান প্রমুখ।  

জেলা শহরের প্রাণকেন্দ্রে ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কের দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা মহাসড়কটি অবরোধ করে রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।