ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে ইয়াবা-অস্ত্রসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
পটুয়াখালীতে ইয়াবা-অস্ত্রসহ আটক ২ ইয়াবা-অস্ত্রসহ আটক ২। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সদর থেকে ইয়াবা ও অস্ত্রসহ দু’জনকে আটক করেছে র‌্যাব-৮।

শ‌নিবার (০৬ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে বরিশাল নগরের রুপাত‌লিস্থ র‌্যাব-৮ এর সদর দফতরে আয়ো‌জিত সংবাদ সম্মেলনে অ‌ধিনায়ক আ‌তিকা ইসলাম (অ‌তি‌রিক্ত ডিআইজি) এ তথ্য জানান।

আটকরা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার প‌শ্চিম পানখাল এলাকার মো. ইউনুসের ছেলে মো. ইব্রাহীম (২৫) ও কক্সবাজারের উ‌খিয়া থানার বালুখালী রো‌হিঙ্গা ক্যাম্পের আবুল হোসেনের ছেলে মো. আলম (৩০) ।

র‌্যাব-৮ এর অ‌ধিনায়ক আ‌তিকা ইসলাম জানান, র‌্যাব-৮, বরিশালের একটি বিশেষ আভিযানিক দল ভোরে জেলার কলাপাড়াতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কলাপাড়া থানার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক থেকে আলম নামে এক রো‌হিঙ্গাসহ দু’জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৬ লাখ ৭৭ হাজার ৫৬ পিস ইয়াবা, বিদেশি পিস্তল, দু’টি পিস্তলের ম্যাগজিন, চারটি পিস্তলের গুলি, চারটি মোবাইল, চারটি সিমকার্ড ও নগদ ১ হাজার ৯৭৫ টাকা উদ্ধার করা হয়।

তি‌নি আরো জানান, এসব চোরাইভাবে মিয়ানমার থেকে সমুদ্রপথে ট্রলারে করে এনে প্রাইভেটকারে করে তারা ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তু‌তি নি‌চ্ছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।