ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জীবন্ত মাছসহ ভেজাল দুধ জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
জীবন্ত মাছসহ ভেজাল দুধ জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড জীবন্ত মাছ ও ভেজাল দুধ জব্দ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জীবন্ত টেংরা মাছ ও ৮ মণ ভেজাল দুধসহ আব্দুল মোত্তালেব নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৬ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আরিফুজ্জামান এ আদেশ দেন। আব্দুল মোত্তালেব রায়গঞ্জের ঘুরকা বেলতলা গ্রামের বাসিন্দা।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, মোত্তালেব দীর্ঘদিন ধরে দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করতেন। সকালে মোহনপুর দহকুলা বাজারে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। অভিযানকালে দুধে নদীর পানি মেশানোর সময় ওই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক তিন মাসের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এনটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।