ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রিহ্যাবিলিটেশন আইন সংশোধনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
রিহ্যাবিলিটেশন আইন সংশোধনের দাবি মানববন্ধনে ফিজিওথেরাপিস্টরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন ২০১৮ সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন।

শনিবার (৬ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।  

মানববন্ধনে বক্তারা চুড়ান্ত খসড়া আইনে ফিজিওথেরাপি চিকিৎসকদের চরম অবমূল্যায়ন করা হয়েছে দাবি করে আইনের অসংগতি তুলে ধরে পাঁচ দফা দাবি বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জলিলুর রহমান, ফিজিওথেরাপিস্ট প্রদীপ কুমার সাহা, মহসিন কবির লিমন, সাইফুল ইসলাম ও শান্তনু মল্লিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
টিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।