ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানের ঘটনায় মামলা জোরারগঞ্জ এলাকার চৌধুরী ম্যানসন অভিযান চালায় র‌্যাব। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকার একটি ‘জঙ্গি আস্তানা’য় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযান, দুই জঙ্গির মরদেহ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৫ অক্টোবর) দিনগত রাতে র‍্যাব-৭ ফেনী ক্যাম্প সিপিও আবুল কালাম আজাদ বাদী হয়ে জোরারগঞ্জ থানায় অজ্ঞাতনামা ২ থেকে ৩ নারী-পুরুষকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ০৬ (২) এর (উ) ধারায় মামলা দায়ের করেন। (মামলা নম্বর-৭)।

জোরারগঞ্জ থানার পরিদর্শক ইফতেখার হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় আটক বাড়ির মালিক মাজহারুল ইসলাম চৌধুরী ও কেয়ারটেকারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৪ অক্টোবর) দিনগত রাতে চট্টগ্রামের জোরারগঞ্জের উত্তর সোনাপাহাড় এলাকার ‘চৌধুরী ম্যানসন’ নামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময়  অভিযানে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় ও বিস্ফোরণের ঘটনা ঘটে।

অভিযান শেষে ওই বাড়ি থেকে তিনটি পিস্তল, একটি একে-২২ রাইফেল ও বোমা ও বোমা তৈরির সরঞ্জাম ও দুই জনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।