মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে পশুর চ্যানেলে অবস্থানরত এমভি আয়েশা বিবি নামক কার্গো জাহাজ থেকে পড়ে ওই ব্যক্তি নিখোঁজ হয়। নিখোঁজ আসলাম রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের মো. আল আমিনের ছেলে।
মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ বাংলানিউজকে জানান, দুপুরে আসলাম ও অন্য এক শ্রমিক রশিতে ঝুলে এম ভি আয়েশা বিবি নামক জাহাজটির বাইরের দিকে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিল। একপাশ পরিষ্কার করার পরে রশি খুলে অন্য পাশে যাওয়ার সময় আসলাম রশি থেকে ছুটে নদীতে পড়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
তাকে উদ্ধারে পুলিশ-কোস্টগার্ড স্থানীয়দের সহযোগিতায় যৌথভাবে অভিযান চালাচ্ছে। ওই এলাকায় মাইকিং করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
জিপি