মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে অর্ধঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী জানান, কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের তালুক বানিনগর এলাকায় ব্র্যাক শিশু নিকেতন স্কুল ও জনবসতিপূর্ণ এলাকায় গুল ফ্যাক্টরি গড়ে তোলেন স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী আনোয়ার হোসেন খোকন।
পরিবেশ বিনষ্টকারী এ গুল ফ্যাক্টরি অপসারণের দাবিতে গত ৩০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসানের কাছে গণ স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করেন এলাকাবাসী ও ক্ষুদে শিক্ষার্থীরা। অভিযোগের পরেও গুল ফ্যাক্টরি অপসারণ না হওয়ায় মানববন্ধন করেন তারা।
তালুক বানিনগর ব্র্যাক শিশু নিকেতনের শিক্ষিকা নাজমুন নাহার তিথি, উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী, গৃহিনী উম্মে কুলসুম সেতু ও আমেনা বেগমসহ অনেকেই মানববন্ধনে বক্তব্য রাখেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান বাংলানিউজকে জানান, এলাকাবাসীর অভিযোগটি আমলে নিয়ে উভয়পক্ষকে নোটিশ দিয়ে আজ (মঙ্গলবার) শুনানি চলছে। তবে অভিযুক্ত এ গুল ফ্যাক্টরির পরিবেশগত ছাড়পত্র রয়েছে কি না তা এখন পর্যন্ত নিশ্চিত নন তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
আরএ