ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে পিকআপ ভ্যানচাপায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
ধামরাইয়ে পিকআপ ভ্যানচাপায় নিহত ১

ঢাকা (সাভার): ঢাকার ধামরাই উপজেলায় পিকআপ ভ্যানচাপায় মো. জিল্লুর রহমান (৪৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার বাসনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিল্লুর ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বাস্তা নয়াচর গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ধামরাইয়ের বালিয়া ইউনিয়ন থেকে মোটরসাইকেল চালিয়ে ধামরাই সদরে আসছিলেন। এ সময় উপজেলার বাসনা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিল্লুরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক পিকআপ ভ্যান ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
 
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, ঘাতক পিকআপ ভ্যান ও চালককে আটক করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি দীপক।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।