ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে জালসহ ২ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
শিবচরে জালসহ ২ জেলে আটক

মাদারীপুর: নিষেধাজ্ঞা অমান্য করে মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ছয় হাজার মিটার জালসহ দুই জেলেকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি ইলিশ জব্দ করা হয়। 

মঙ্গলবার (৯ অক্টোবর) বিকেলে ওই উপজেলার চরজানাজাত ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে এ অভিযান চালায় মৎস অফিস।

আটকরা হলেন- এস্কান্দার শেখ (২৪) ও স্বপন (৩২)।

 এরা উভয়ই চরজানাজাত ইউনিয়নের বাসিন্দা।

শিবচর মৎস অফিস সূত্র জানায়, ইলিশ ধরা নিষিদ্ধের মধ্যেও পদ্মা নদীর কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় মাছ শিকার করা হচ্ছে। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ছয় হাজার মিটার জাল, ২০ কেজি ইলিশসহ ওই দুই জেলেকে আটক করা হয়।

শিবচর থানার তদন্ত কর্মকর্তা শাহজাহান মিয়া বাংলানিউজকে জানান, : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার সময় হাতেনাতে তাদের আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের শাস্তি দেওয়া হবে।  

জব্দ জাল পুড়িয়ে ফেলাসহ ইলিশগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।