ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ১শ’ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
শরীয়তপুরে ১শ’ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ক্রীড়া সামগ্রী তুলে দিচ্ছেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। ছবি: বাংলানিউজ

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার ৭০টি প্রাথমিক বিদ্যালয় ও  ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী, ল্যাপটপ ও সাউন্ড বক্স বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় শরীয়তপুর সদর উপজেলা অডিটোরিয়ামে বিদ্যালয় প্রধানদের হাতে ক্রীড়া ও অন্যান্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।  

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তপাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার শিল্পী।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ একটি মহৎ উদ্যোগ। শিশুদের যদি সুস্থ, আলোকিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে খেলাধুলা ও শরীর চর্চার কোনো বিকল্প নাই। এজন্য খেলার মাঠ উন্মুক্ত করে শিশুদের খেলাধুলার সুযোগ করে দিতে  হবে। তারা যেন দিনের একটি অংশ অবাধে খেলাধুলা করতে পারে সেদিকে সবার খেয়াল রাখতে হবে। তাহলেই শিশুরা সুস্থ দেহ এবং সুস্থ মন নিয়ে বেড়ে উঠবে। আর আমরা পাবো একটি উন্নত সুস্থ ভবিষ্যত প্রজন্ম।  

এ সময় জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।