বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় লঞ্চটি নিরাপদ আশ্রয়ের জন্য চাঁদপুর লঞ্চঘাটে অবস্থান নেয়।
লঞ্চের যাত্রী মো. সফিক, সেকান্দর, মোস্তফা মিয়া ও মালেক খন্দকার বাংলানিউজকে জানান, লঞ্চের সব যাত্রীই পুরো রাত আতঙ্কের মধ্যে কাটিয়েছে।
লঞ্চের মাস্টার বেলায়েত হোসেন বাংলানিউজকে বলেন, নৌ-সতর্ক সংকেত জানার আগেই বুধবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে ভোলার গোশাইরহাট থেকে লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ধীর গতিতে লঞ্চটি রাতে চালিয়ে চাঁদপুর নৌ-সীমানায় এসে নিরাপদ আশ্রয়ের জন্য চাঁদপুর লঞ্চঘাটে অবস্থান নেয়। বিআইডাব্লিউটিএর পরবর্তী নিদের্শনা না পাওয়া পর্যন্ত লঞ্চটি এখানেই অবস্থান করবে।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এনটি