বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে লঞ্চ চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ
তিনি জানান, ঘূর্ণিঝড় তিতলির প্রভাব না থাকায় বুধবার (১০ অক্টোবর) রাত থেকে পরদিন বেলা ১১টার আগ পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নদী কিছুটা উত্তাল হয়ে উঠে। বাতাস বাড়তে থাকলে বেলা ১১টার পর নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তবে আবহাওয়া স্বাভাবিক হলে দুপুর আড়াইটার দিকে ফের লঞ্চ চলাচল শুরু করে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
জিপি