বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মাতৃসদনের উদ্বোধন করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী ২০টি জেলার ৩৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
এ উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মো. সাঈদুর রহমান খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রিজাউর রহমান, গণপুর্তের নিবাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল বাকী, ডিডিএলজি কালাচাঁদ সিংহ, গোপালগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাজমুল ইসলাম নাজিম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এনটি