ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জ পৌরসভা নগর মাতৃসদন কেন্দ্রের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
গোপালগঞ্জ পৌরসভা নগর মাতৃসদন কেন্দ্রের উদ্বোধন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মাতৃসদনের উদ্বোধন

গোপালগঞ্জ: ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জ পৌরসভার ৬ তলা বিশিষ্ট নগর মাতৃসদন স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মাতৃসদনের উদ্বোধন করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী ২০টি জেলার ৩৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

এ উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মো. সাঈদুর রহমান খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রিজাউর রহমান, গণপুর্তের নিবাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল বাকী, ডিডিএলজি কালাচাঁদ সিংহ, গোপালগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নাজমুল ইসলাম নাজিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।