বৃহস্পতিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার।
তিনি জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বরিশাল ও ভোলা থেকে ঢাকাগামী লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে বরিশাল থেকে ভোলা, মেহেন্দিগঞ্জসহ অভ্যন্তরীণ রুটের লঞ্চগুলোও এখন থেকে চলাচল করতে পারবে।
এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সম্ভাব্য দুর্ঘটনার আশংকায় বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এমএস/এএইচ