বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগ উদ্ধুদ্ধকরণের লক্ষে ‘মা’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করেছিলেন।
মন্ত্রণালয়ের মহা-পরিচালক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন, অতিরিক্ত সচিব অরুন কান্তি সরকার, প্রাধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরার জেলা প্রশাসক আলী আকবর, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুণ্ড, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক মেহেরুন্নেছা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এনটি