বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার স্থানীয় কালী নদী ও কুনিয়ার বন্দ হাওর থেকে এসব জাল জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল।
এসময় উপস্থিত ছিলেন- কুলিয়ারচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ পুলিশ সসস্যরা।
জ্যোতিশ্বর পাল বাংলানিউজকে জানান, উপজেলা মৎস্য কার্যালয়ের সহযোগিতায় দুপুরে স্থানীয় কালী নদী ও কুনিয়ার বন্দ হাওরে অভিযান চালানো হয়। অভিযানে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
জব্দকৃত জালগুলো কুলিয়ারচর বাজার লঞ্চ ঘাটে জন সাধারণের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এসআরএস