ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়া উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
সিংড়া উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন সিংড়া উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন

নাটোর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত নাটোরের সিংড়া উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের সঙ্গে সংযুক্ত হয়ে এই নতুন ভবন উদ্বোধন করেন।

এ সময় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক মো. গোলামুর রহমান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারসহ সরকারি কর্মকর্তা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।