বৃহস্পতিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইলের নবাগত জেলা প্রশাসক আনজুমান আরা, নড়াইল-২ সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুল রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলার চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু, এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সোমদ্দার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এনটি