বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেলে শহরের জিয়া বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিয়া বাজারের দক্ষিণ দিকে অবস্থিত মারিয়া স্টোরে পলিথিনের বস্তায় ডাল সংরক্ষণ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দোকান মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
এ ঘটনার জেরে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে উত্তেজিত জনতা। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পুলিশসহ অন্তত ৭ জন আহত হন। আহত দুই পুলিশ সদস্য হলেন- এসআই শরীফ ও এসআই ফজলুল হক। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বাংলানিউজকে জানান, ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা সৃষ্টির অভিযোগে তি জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি সামাল দিতে ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এফইএস/এএইচ