বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুর দেড়টার পরে বিআইডাব্লিউটিএ লঞ্চ চলাচলের নির্দেশ দেয়। এরপর বিকেল ৫টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে এমভি বোগদাদিয়া-৭ ছেড়ে যায়।
চাঁদপুর বন্দর ও পরিবহনের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে আমরা লঞ্চ মালিক কর্তৃপক্ষকে তাদের সিডিউল অনুযায়ী লঞ্চগুলো চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য বলেছি। সিডিউল অনুযায়ী মধ্য রাত পর্যন্ত ঢাকাগামী লঞ্চ চাঁদপুর ঘাট থেকে ছেড়ে যাবে।
এর আগে, বুধবার (১০ অক্টোবর) বিকেল ৪টা থেকে চাঁদপুর-ঢাকা নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে বিআইডাব্লিউটিএ চাঁদপুর।
বাংলাদশে সময়: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এমআরএ/এনটি