ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুর-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
চাঁদপুর-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু এমভি বোগদাদিয়া-৭ লঞ্চ

চাঁদপুর: ঘুর্ণিঝড় তিতলির প্রভাবে সৃষ্ট বৈরি আবহাওয়ায়  চাঁদপুর-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল । পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় একদিনপর লঞ্চ চলাচল শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুর দেড়টার পরে বিআইডাব্লিউটিএ লঞ্চ চলাচলের নির্দেশ দেয়। এরপর বিকেল ৫টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে এমভি বোগদাদিয়া-৭ ছেড়ে যায়।

 

চাঁদপুর বন্দর ও পরিবহনের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে আমরা লঞ্চ মালিক কর্তৃপক্ষকে তাদের সিডিউল অনুযায়ী লঞ্চগুলো চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য বলেছি। সিডিউল অনুযায়ী মধ্য রাত পর্যন্ত ঢাকাগামী লঞ্চ চাঁদপুর ঘাট থেকে ছেড়ে যাবে।

এর আগে, বুধবার (১০ অক্টোবর) বিকেল ৪টা থেকে চাঁদপুর-ঢাকা নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে বিআইডাব্লিউটিএ চাঁদপুর।

বাংলাদশে সময়: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এমআরএ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।