ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘জ্বীনের বাদশা’ প্রতারক চক্রের দুই সদস্যসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
‘জ্বীনের বাদশা’ প্রতারক চক্রের দুই সদস্যসহ আটক ৩ আটক যুবকরা। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি ও সদর উপজেলায় ‘জ্বীনের বাদশা’ প্রতারক চক্রের দুই সদস্যসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) সদস্যরা। 

এরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার ব্রিজ রোড মিস্ত্রি পাড়া এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে রায়হানুল কবির (১৮), দিনাজপুর জেলার কোতোয়ালি থানার কালিতলা গ্রামের আজগর আলীর ছেলে সৌরভ আলী (১৮) অপরজন ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মাদকবিক্রেতা রানা মিয়া (১৮)।  

শনিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করে র‌্যাব।

 

এর আগে শুক্রবার (১২ অক্টোবর) ফুলছড়ি ও সদর উপজেলায় দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক রায়হান ও সৌরভ দীর্ঘদিন থেকে কথিত ‘জ্বীনের বাদশা’ সেজে মোবাইল ফোনে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ১৫ পিস ইয়াবাসহ রানাকে আটক করা হয়।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে ফুলছড়ি ও সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।