এরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার ব্রিজ রোড মিস্ত্রি পাড়া এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে রায়হানুল কবির (১৮), দিনাজপুর জেলার কোতোয়ালি থানার কালিতলা গ্রামের আজগর আলীর ছেলে সৌরভ আলী (১৮) অপরজন ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মাদকবিক্রেতা রানা মিয়া (১৮)।
শনিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করে র্যাব।
এর আগে শুক্রবার (১২ অক্টোবর) ফুলছড়ি ও সদর উপজেলায় দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক রায়হান ও সৌরভ দীর্ঘদিন থেকে কথিত ‘জ্বীনের বাদশা’ সেজে মোবাইল ফোনে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ১৫ পিস ইয়াবাসহ রানাকে আটক করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে ফুলছড়ি ও সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
আরএ