শনিবার (১৩ অক্টোবর) দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তামিম সরকারি গৌরনদী কলেজের ছাত্র ছিলেন।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান শেখ জানান, বেলা দেড়টার দিকে আশোকাঠী থেকে মোটরসাইকেলযোগে তামিম গৌরনদী বাসস্ট্যান্ডের উদ্দেশে আসছিলেন। পথিমধ্যে ক্যাথলিক মিশনের সামনে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহন তামিমকে চাপা দেয়।
স্থানীয়রা তামিমকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এমএস/আরআর