ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
কালিয়াকৈরে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকা থেকে মামুনুর রশীদ লেবু (৫০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে ওই এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লেবু রংপুরের মিঠাপুকুর উপজেলার দাপউদয়পুর এলাকার বাসিন্দা।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সফিপুর এলাকায় বাসা ভাড়া থেকে দর্জির কাজ করতেন লেবু। শুক্রবার (১২ অক্টোবর) জুমার নামাজ আদায় করতে বাসা থেকে বের হন তিনি। শনিবার সকালে সফিপুর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৩ তলায় গলাকাটা অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ব্লেড ও ইনহেলার উদ্ধার করা হয়েছে। লেবু হাঁপানি রোগী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭০১  ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।