শনিবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি মো. আহসান হাবীব বাংলানিউজকে বিষয়টি জানান।
আটক শহিদুল পার্বতীপুর উপজেলার বোবাকল বালাপাড়ার মো. আ. মান্নান সিকদারের ছেলে।
এএসপি মো. আহসান হাবীব জানান, শনিবার সকালে র্যাবের একটি দল বালাপাড়ায় অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে আটক করেন। পরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেহানুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এপি/এনটি