শনিবার (১৩ অক্টোবর) এই তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সামাদকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইমদাদুল হক ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাসুদুর রহমান।
এ বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, এটা একটা ডিজিটাল জালিয়াতি। বিষয়টি প্রশাসন দেখবে। আমি একটি তদন্ত কমিটিও গঠন করে দিয়েছি। যেহেতু এটা একটা বড় পরীক্ষা। আর ঘটনাটি পরীক্ষার পরে হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এসকেবি/এমএ