শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার শ্রীপুর এলাকার এজিজ গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
সোহান আশুলিয়ার দক্ষিণ গাজীরচটের খায়রুল বাশারের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, সন্ধ্যায় শ্রীপুর এলাকায় একটি দোকানে গিয়ে নাম্বার লিখে বিকাশ করার জন্য দোকানদারকে ৩৬ হাজার টাকা দেন সোহান। এ সময় টাকা গুণতে গিয়ে দোকানদারের সন্দেহ হলে তিনি বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাল টাকাসহ সোহানকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে ৩৬টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
আরবি/