ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে একগুচ্ছ দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
ময়মনসিংহ বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে একগুচ্ছ দাবি

ময়মনসিংহ: ময়মনসিংহ বিভাগের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এখানে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনসহ একগুচ্ছ দাবি জানিয়েছেন জেলা নাগরিক আন্দোলনের নেতারা।

শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এ উপলক্ষে স্থানীয় পৌরসভার হলরুমে নাগরিক আন্দোলনের উদ্যোগে কেক কাটা শেষে আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

একগুচ্ছ দাবির মধ্যে- গাজীপুর-ময়মনসিংহ পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, দেওয়ানগঞ্জে যমুনা নদীর তলদেশে রেল ও সড়ক পথসহ টানেল নির্মাণ, নতুন বিভাগীয় শহর দ্রুত বাস্তবায়ন, ব্রহ্মপুত্র নদ খনন, বিভাগীয় শহরের সড়কগুলো প্রশস্ত, ময়মনসিংহ মেট্রোপলিটন পুলিশ গঠন ও ঢাকা থেকে ময়মনসিংহ-জামালপুর-তারাকান্দি হয়ে বঙ্গবন্ধু যমুনা সেতু পর্যন্ত ডুয়েল গেজ ডাবল রেললাইন স্থাপন করে প্রতি ঘণ্টায় যাত্রীবান্ধব রেল চালু।

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী নূরুল আমীন কালাম ও সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্তকারী কর্মকর্তা মুক্তিযোদ্ধা আবদুল হান্নান খান।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এমএএএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।