পাবনা: পাবনায় দৈনিক সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান স্বপনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে মাথায় আঘাত পেয়েছেন তিনি। ভেঙে গেছে তার হাত ও পা।
শনিবার (১৩ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে পাবনা শহরের দিলালপুর এলাকায় হামলায় আহত হওয়ার পর তাকে উদ্ধার করে নিকটস্থ পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
স্বপন বাংলানিউজকে জানান, তিনি জেলা প্রেসক্লাব থেকে বাড়ি ফেরার সময় দিলালপুরের সেবা হাসপাতালের সামনে পৌঁছালে মোটরসাইকেলযোগে হেলমেটপরিহিত একদল সন্ত্রাসী তার রিকশার গতিরোধ করে।
এরপর তার ওপর হামলা চালায়। তখন তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর স্থানীয়রা তাকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শনের পর স্বপনকে দেখতে পাবনা জেনারেল হাসপাতালে যান।
বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এইচএ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।