ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

ঢাকা: রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শনিবার (১৩ অক্টোবর) দিনগত রাতে এ হত্যাকাণ্ড ঘটে। তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

কাফরুল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কাফরুলের ইব্রাহিমপুরের মিজানুর রহমান নিহত হয়েছেন। তার মরদেহ ময়না-তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে।  

কারা তাকে ছুরিকাঘাত করেছে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ডিউটি অফিসার।

বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
ইএআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।