ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাড়ির ছাদে গাঁজার চাষ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
বাড়ির ছাদে গাঁজার চাষ!

বেনাপোল (যশোর): যশোরে বাড়ির ছাদে গাঁজার চাষ করায় এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)। 

শনিবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে জেলার বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামে মুজিবর রহমান বিশ্বাস (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। মুজিবর পুটখালী গ্রামের দাউদ বিশ্বাসের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব জানতে পারে ভারত সীমান্তবর্তী পুটখালী গ্রামের এক ব্যক্তির বাড়ির ছাদে দীর্ঘদিন ধরে গাঁজার চাষ হচ্ছে। পরে র‌্যাব সদস্যরা ওই বাড়ির ছাদে অভিযান চালিয়ে আনুমানিক দুই কাঠা জায়গার ওপর চাষ করা গাঁজার গাছ জব্দ করেন। এসময় চাষের সঙ্গে জড়িত বাড়ির মালিক মুজিবরকে আটক করা হয়।  

যশোর র‌্যাব-৬ এর ক্যাম্প কমান্ডার সুরোত আলী বাংলানিউজকে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ০৪৪২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এজেডএইচ/ইএআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।