ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুলাউড়ায় পেট্রোলের গোডাউনে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
কুলাউড়ায় পেট্রোলের গোডাউনে অগ্নিকাণ্ড আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উত্তরবাজারের ফরমুজাবাদ এলাকায় মেসার্স ফরমুজ আলী নামে একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় সাত লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। 

সোমবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টা করে আগুন নেভায়।

 

ফায়ার সার্ভিসের ওএইচআই (ওয়্যার হাউজিং ইন্সপেক্টর) সিফাত হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে সময়মতো উপস্থিত হয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।  

অগ্নিকাণ্ডে প্রায় সাত লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।