ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ইলিশ ধরায় ১০ জেলের জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
রাজশাহীতে ইলিশ ধরায় ১০ জেলের জরিমানা অবৈধ কারেন্ট জাল, ১৫ কেজি ইলিশসহ আটক ১০ জেলে। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর পদ্মায় অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে ১০ জেলেকে জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ১৫ কেজি ইলিশ।

সোমবার (১৫ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে রাজশাহী জেলা প্রশাসন।  

জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)সহযোগিতায় রাজশাহী হরিপুর ইউনিয়ের পদ্মা নদী এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে চারটি নৌকা থেকে মোট ১৪ হাজার মিটার কারেন্ট জাল এবং ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক করা হয় এর সঙ্গে জড়িত ১০ জেলেকে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচ হাজার করে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা ও মুচলেকা দেওয়ায় ১০ জেলে ছাড়া পান।

জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা এবং ইলিশগুলো এতিমখানায় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

২৮ অক্টোবর (রোববার) পর্যন্ত নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা রেখেছে সরকার।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।