ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে পলিটেকনিক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
গাজীপুরে পলিটেকনিক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

গাজীপুর: গাজীপুর মহানগরের পূবাইল থানার হারবাইদ এলাকায় পলিটেকনিক্যালের এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৯ অক্টোবর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী হলেন গাজীপুর মহানগরের পূবাইল থানা এলাকার মৃত সামসু উদ্দিনের ছেলে ইমতিয়াজ উদ্দিন ইফতে (২০)।

স্থানীয় কাউন্সিলর মো. আ. সালাম জানান, শুক্রবার রাতে ইমতিয়াজ উদ্দিন তাদের নির্মাণাধীন ভবনের মালামাল পাহারা দিতে ওই ভবনের একটি কক্ষে ঘুমিয়ে পড়ে। শনিবার সকালে তার মা ওই ভবনের দেয়ালে পানি দিতে যান। এ সময় ইমতিয়াজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ইমতিয়াজ উদ্দিন ঢাকার একটি পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।  

পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) দিদার আলম জানান, রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ইমতিয়াজকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। নিহতের চোঁখের নিচে, নাক ও টৌঁটের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রকৃত রহস্য উদঘাটনে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮ 
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।