ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় আহত এএসআইয়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
সড়ক দুর্ঘটনায় আহত এএসআইয়ের মৃত্যু

গাজীপুর: গাজীপুর মহানগরের টঙ্গীবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন (২৫) মারা গেছেন।  

চিকিৎসাধীন অবস্থায় রোববার (২১ অক্টোরব) সকালে মারা যান তিনি।  আনোয়ার হোসেন ঢাকা ধামরাই থানা এলাকার আব্দুল মজিদের ছেলে।

তিনি গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদরদফতরে কর্মরত ছিলেন।  

জিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) রুহুল আমীন সরকার বাংলানিউজকে জানান, গত শনিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় টঙ্গী এলাকায় দুর্গাপূজার দায়িত্বপালন শেষে মোটরসাইকেলে করে হেডকোয়ার্টারে ফিরছিলেন আনোয়ার হোসেন।  

এক পর্যায়ে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীবাজার এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলকে একটি বাস ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮।  
আরএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।