ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
গাংনীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় পানিতে ডুবে সাড়ে ৩ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙা গ্রামের মাথাভাঙা নদী থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- ভোলাডাঙা গ্রামের মকবুল হোসেনের মেয়ে নুসরাত জাহান ও আরিফুল ইসলামের মেয়ে তৃপ্তি খাতুন।

ষোলটাকা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জাম মনির বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে নদীর পাড়ে নুসরাত ও তৃপ্তি নদীর পাড়ে খেলা করছিলো। এক পর্যায়ে তারা নদীতে পড়ে যায়। এরপর স্থানীয়রা ভাসমান অবস্থায় প্রথমে নুসরাতের মরদেহ উদ্ধার করে। পরে সেখানে অভিযান চালিয়ে আধাঘণ্টা পর তৃপ্তির মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।