ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাছের খাবার দিতে গিয়ে পুকুরে পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
মাছের খাবার দিতে গিয়ে পুকুরে পড়ে নারীর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার ডারিয়াপাড়া এলাকায় মাছকে খাবার দিতে গিয়ে পুকুরে পড়ে আরজিনা (৩৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার ফায়িম ইসলামের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, মাছের খাবার দিতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায় আরজিনা। সাঁতার না জানায় একপর্যায়ে তিনি ডুবে যান। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাকে পুকুরের পানিতে দেখতে পেয়ে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তৌহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।