ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, সড়ক অবরোধ দুর্ঘটনাস্থল। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আজাদ মিয়া (৫৫) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বেলা সোয়া ১১টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী গাইবান্ধা-বালাসীঘাট সড়কের মদনেরপাড়া বাজার এলাকায় স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

 

খবর পেয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হালিম টলস্টয়, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল হোসেন এবং জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

 নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান মদনেরপাড়া বাজারের পূর্ব ও পশ্চিম পাশে দুইটি স্পিড ব্রেকার নির্মাণের প্রতিশ্রুতি দিলে দুপুর পৌনে একটার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়। দেড় ঘণ্টা পর সড়কে আবারও যান চলাচল শুরু হয়।  

স্থানীয়রা জানায়, রোববার (২১ অক্টোবর) বিকেল চারটার দিকে বালাসীঘাট থেকে গাইবান্ধাগামী একটি মোটরসাইকেল মদনেরপাড়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় আজাদ মিয়া নামে একজনকে ধাক্কা দেয়। পরে আজাদ মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখান তার অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময় ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮ ইং
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।