ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ইয়াবাসহ আটক ২ 

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
কেরানীগঞ্জে ইয়াবাসহ আটক ২  ইয়াবাসহ আটক দুই মাদকবিক্রেতা। ছবি: বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে আট হাজার চার পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

সোমবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বন্দ ডাকপাড়া জনি টাওয়ার এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- ওয়াহিদুল ইসলাম (২২) ও কাউছার (৩২)।

ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক নাজমুল হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল হুদা ও কাজী এনায়েত ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আট হাজার চার পিস ইয়াবাসহ ওই দুই মাদকবিক্রতাকে আটক করা হয়।  

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।