ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
ফেনীতে গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

ফেনী: ফেনীর পরশুরাম উপজেলায় গাছ থেকে পড়ে মো. সোহেল (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) সকাল ১০ টার উপজেলার অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সোহেল ফেনী সরকারি কলেজের মাস্টার্সের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে যান সোহেল। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী সদর হাসপাতালে পাঠায়। পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার নুরুল আবছার জানান, সোহেল মাথা ও মেরুদন্ডে আঘাত পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।