ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা প্রবাসী মুক্তিযোদ্ধা-চট্টগ্রাম অঞ্চলের পুনর্মিলনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
ঢাকা প্রবাসী মুক্তিযোদ্ধা-চট্টগ্রাম অঞ্চলের পুনর্মিলনী সভায় অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের সংগঠন ঢাকা প্রবাসী মুক্তিযোদ্ধা-চট্টগ্রাম অঞ্চলের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের চট্টগ্রাম ভবনে বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সৈয়দ দিদারুল আলমের সভাপতিত্বে সভায় অংশ নেন সাবেক সভাপতি মো. নূরুল আলম (অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি), সাবেক নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম সমিতির ঢাকার সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক, ইঞ্জিনিয়ার সিদ্দিক আহমদ, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাক, সাংবাদিক নিজাম উদ্দিন আহমদ, ফরিদুল হক, চট্টগ্রাম সমিতির ঢাকার উপদেষ্টা পরিষদের সদস্য মারুফ শাহ চৌধুরী, কল্যাণী ঘোষ, ফয়জুল মতিন, আনিস কাদেরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মিজানুর রহমান প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক  এম. ওয়াহিদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার চৌধুরী, অর্থ সম্পাদক যিশু কুমার বড়ুয়া।

সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

ঢাকায় বসবাসরত চট্টগ্রাম অঞ্চলের মুক্তিযোদ্ধারা পুনর্মিলনীতে সপরিবারে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।